সস্তায় 5G আনছে Motorola, আসছে Moto Edge lite

       Motorola এতদিনে বাজারে নেমেছে । একের পর এক দুর্ধর্ষ ফোন এনে বাজার কাঁপিয়ে দিচ্ছে । এবার এফসিসি এর তালিকায় তালিকাভুক্ত হল নতুন একটি ফোন যার মডেল নাম্বার  XT2075-3 । অর্থাত্  মোটোরোলা তার এজ লাইনআপে আর একটি লাইট সংস্করণ আনতে চলেছে ।  মোটো এজ লাইট হিসাবে মনে করা ফোনটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং 5 জি সংযোগের সাথে আসবে।  অনুমান অনুসারে আমরা স্ন্যাপড্রাগন ৭৬৫- জি চিপসেটটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে দেখতে পাব।

     তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি 
    

           তা ছাড়া পুরো স্পেসিফিকেশান তালিকাটি এখনও জানা যায় নি ।  গুজব অনুসারে, ফোনটি কোডটির নাম নাইরোবি এবং অ্যান্ড্রয়েড 10-এর সাথে আসবে ।

        মটোরোলা এজ সিরিজে তাদের ২৫ এমপি সেলফি ক্যামেরা , ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং পাঞ্চ হোল কাটআউট সহ ৬.৭ ইঞ্চি কার্ভড ওএলইডি ডিসপ্লে রয়েছে।  পিছনে একটি ডেডিকেটেড 3 ডি টিওএফ সেন্সরের সাথে কোয়াড রিয়ার ক্যামেরা।  ফ্ল্যাগশিপ এজ + স্ন্যাপড্রাগন ৮৬৫ দ্বারা চালিত হয় যখন শুধু এজ মডেলটি স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট সহ আসে।


  ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একটা  কমেন্ট  করুন  এবং  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......