পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চীনকে ডিজিট্যালি প্রতিবন্ধী করতে ভারত ব্যান করল টিকটক,হেলো,শেয়ার ইট এবং শাওমি অ্যাপগুলি সহ ৫৯ টি অ্যাপ : বিপদে পড়ার আগে জেনে নিন

ছবি
                ভারত সরকার ঘোষণা করল যে টিকটক, উইচ্যাট এবং এমআই অ্যাপগুলি সহ ৫৯ টি চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ করা হল ।  কারণটি হল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রক বিভিন্ন তথ্য উত্স থেকে বিভিন্ন অভিযোগ পেয়েছে যার মধ্যে একটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে উপলব্ধ কিছু মোবাইল অ্যাপের অপব্যবহার সম্পর্কিত তথ্য যা ব্যবহারকারীদের ডেটা চুরি ও গোপনে ট্রান্সমিশনে প্রেরণে করতে পারে।  ভারতের বাইরে অবস্থান রয়েছে এমন সার্ভারগুলিতে এগুলি আমাদের যাবতীয় তথ্য পাঠায় ।         ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার, স্বরাষ্ট্র মন্ত্রক এবং কম্পিউটার জরুরী প্রতিক্রিয়া দল (সিইআরটি-ইন) এর একাধিক প্রতিবেদন ছিল যে এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলি জাতীয় নাগরিকের গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভারত সরকার মোবাইল এবং নন-মোবাইল ব্যবহারকারীদের দ্বারা ব্যবহৃত কয়েকটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  তালিকার দিকে তাকালে, আমরা প্রধানত সেই অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাই যা ভারতে বিভিন্ন বিজ্ঞাপনে অবশ্যই থাকে -

4K ভিডিও 240 fps এ ! শুনে অবাক লাগছে ? কিন্তু এটাই হতে চলেছে iPhone 12 সিরিজে

ছবি
                                    আইওএস ১৪ এর বিটা ১ম ভার্সানের ভিতরে পাওয়া একটি নতুন কোড অনুসারে, আইফোন ১২ সিরিজে ২৪০ এফপিএস এ 4K ভিডিও রেকর্ড করার অপসান থাকবে ।  নতুন ফর্ম্যাটটিতে ১২০ এফপিএস অপসানে 4K রেকর্ডিং এর সুযোগ দেওয়া হবে। রিপোর্টটি পাইনলিক্স এবং এভরিথিঙ্গঅ্যাপেলপ্রো থেকে আসছে এবং এখানে  বিশদে বলা হয়েছে যে ২৪০ এফপিএস এ 4K বিকল্পটি সম্ভবত শুধুমাত্র স্লো-মোশান এ সীমাবদ্ধ থাকবে যখন ১২০ এফপিএস  এ 4K নরম্যাল বা সাধারণ ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপলব্ধ হতে পারে । Twitter link           Source: Twitter         আইফোন ১১ সিরিজটি 4k ভিডিওগুলি ৬০ এফপিএস এ এবং স্লো-মো ভিডিওগুলি ২৪০ এফপিএস এ ১০৮০ পি রেজোলিউশনে ক্যাপচার করতে পারে । আশা করা যাচ্ছে আইফোন ১২ সিরিজটি ৫ টি ভ্যারিয়েন্টে যাদের মধ্যে দুটি ভ্যানিলা সংস্করণ এবং দুটি প্রো সংস্করণ এবং একটি এন্ট্রি-লেভেল এর এলটিই ৪-জি আইফোন ১২ । স্ট্যান্ডার্ড আইফোন ১২ এ একটি ৫.৪-ইঞ্চির ওএলইডি ডিসপ্লে এবং এ-১৪ বায়োনিক চিপ নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে ।           এছাড়াও ৫-জি প্রো ভেরিয়েন্টগুলির সাথে ১২ এবং ১২ ম্যাক্স রয়েছে যা

তবে কি সত্যিই ফ্ল্যাগসিপ কিলার ? আজ লঞ্চ হল Realme X3 এবং X3 SuperZoom : কেমন হল তবে....

ছবি
            রিয়েলমির "ডেয়ার টু লিপ" এই ট্যাগলাইনের কথা কি তাহলে সত্য ? এটি প্রতিষ্ঠার পর থেকে গত কয়েক বছর ধরে কম দামে ভালো ফোন লঞ্চ করার কাজে ঝাঁপিয়ে পড়েছে।  এন্ট্রি-লেভেল এবং বাজেট সিরিজে একের পর এক ফোন এনে বাজারে যথেষ্ট সুনাম অর্জন করেছে । রিয়েলমি তার প্রথম সত্যিকারের ফ্ল্যাগশিপ - রিয়েলমি এক্স ২ প্রো  গত বছর , তার প্রথম ৫ জি-সক্ষম বৈপ্লবিক ডিভাইস - রিয়েলমে এক্স ৫০ প্রো  এই বছরের শুরুতে লঞ্চ করেছিল ।  এখন, রিয়েলমি তার এই ফ্ল্যাগসিপ কিলার সিরিজে আরও একটি ডিভাইস যুক্ত করেছে : রিয়েলমি এক্স ৩ সুপারজুম এবং রিয়েলমি এক্স 3 , যা আজ লঞ্চ করা হয়েছে।           রিয়েলমি এক্স ৩ এবং এক্স ৩ সুপারজুম প্রায় একই ।  স্ন্যাপড্রাগন ৮৬৫ মোবাইল এসওসিতে  ৫-জি সাপোর্টের সাথে যুক্ত অতিরিক্ত ব্যয় এড়াতে রিয়েলমি গত বছরের স্ন্যাপড্রাগন ৮৫৫+ মোবাইল এসওসি কে বেছে নিয়েছে কোম্পানিটি তাদের এই এক্স ৩ সিরিজটির জন্য । রিয়েলমি এক্স ৩ তে ৬ জিবি / ১২৮ জিবি এবং ৮ জিবি / ১২৮ জিবি ভেরিয়েন্ট রয়েছে এবং এক্স ৩ সুপারজুমে ৮ জিবি / ১২৮ জিবি এবং ১২ জিবি / ২৫৬ জিবি বিকল্পগুলি আছে ।         রিয়েলমি

অপেক্ষায় আরও তিন মাস , সেপ্টেম্বর মাসে আসছে Samsung Galaxy M51

ছবি
      এই লজ্জাজনক চীনা সৈনদের ভারতীয় জওয়ানদের ওপর মারমুখী আক্রমণের পর আপনি যদি একটি নন-চাইনিজ মোবাইল ব্র্যান্ড খুঁজছেন তাহলে আপনার কাছে সেরা বিকল্প হল  স্যামসাং । স্যামসাং এর ফোনগুলির দাম একটু বেশি হলেও এতে আপনি অনেকগুন ভালো কোয়ালিটি পাবেন । তবে ফোনগুলিকে আর একটু কম দামে পেতে আপনার জন্য নিয়ে এসেছে গ্যালাক্সি এম সিরিজ ।       স্যামসাং এর এই গ্যালাক্সি এম সিরিজের ভক্তদের দুর্ভাগ্যক্রমে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এম ব্র্যান্ডিংয়ের সবচেয়ে শক্তিশালী ডিভাইস গ্যালাক্সি এম ৫১ এর জন্য ।  ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি উঠে আসে। এই করোনা আবহে  স্যামসাং এর কারখানায় উত্পাদন সংক্রান্ত সমস্যার কারণে দেশে লঞ্চটি সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত করা হয়েছে।                         Source : OnLeaks           এই এম ৫১ , সেপ্টেম্বরের আগে অন্য কোথাও খুব সম্ভবত লঞ্চ হবে না , কারণ এম সিরিজের ফোনগুলি সাধারণত ভারতের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় এবং প্রথমে এখানেই লঞ্চ হয় ।         বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৩০ - জি চিপসেট , ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাব

কনফার্ম হল OnePlus Nord : আসছে জুলাই মাসে

ছবি
        ওয়ানপ্লাসের তরফ থেকে আসা সস্তা দামের এই স্মার্টফোনটি বেশ কয়েক মাস ধরেই খবরে ছিল এবং গতকাল ওয়ানপ্লাসের কাছ থেকে একটি অফিসিয়াল কনফার্মেশন পাওয়া গেছে ।  সংস্থাটি এটা বলেছে যে এটি জুলাইয়ে আসছে।         একটি ফোরাম পোস্টের   মাধ্যমে, সংস্থার সিইও পিট লাউ এই ডিভাইসটিকে নিশ্চিত করেছেন এবং একটি  @ওয়ানপ্লাসলাইটজেডথিঙগ  নামে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটিকে পোস্ট করেছে ।  পোস্টটিতে একটি কোড আছে যেটিকে ভাঙ্গলে বোঝা  যায় এটি "জুলাই" বলে ইঙ্গিত করে । এর কোডগুলিকে ক্র্যাক করলে বোঝা যায় ওয়ানপ্ললাসের তরফ থেকে জুলাই মাসে অপেক্ষাকৃত কম দামে ফোন আসছে ।         প্রাথমিক গুজব বলেছিল যে ফোনটিকে ওয়ানপ্লাস 8 লাইট বলা হবে তবে তারপরে ওয়ানপ্লাস জেড বলা হল , কিন্তু বেশিরভাগ সাম্প্রতিক রিপোর্টে ওয়ানপ্লাস নর্ড - এর আসল নাম হবে বলা হচ্ছে । নতুন কোনো তথ্য এলে আপনাকে অবশ্যই জানিয়ে দোবো ।   ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একটা  কমেন্ট  করুন  এবং  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

এবার Nokia তেও হাই রিফ্রেস রেট , তবে কি Nokia 7.3

ছবি
        এই হাই রিফ্রেশ রেট  ধীরে ধীরে এখন ডিসপ্লের এক অনবদ্য ফিচার হয়ে উঠছে।  নোকিয়া বেশ কয়েক বছর আগে একপ্রকার ভবিষ্যদ্বাণী করেছিল।  ২০১২ সালে নোকিয়া যখন পিওর মোশন এইচডি + এর সাথে লুমিয়া ৯২০ লঞ্চ করেছিল তখন ডিভাইসটি তার ৪.৫-ইঞ্চি ডিসপ্লেতে প্রতিটি বিট যে পরিমাণ ডিটেলস্ সরবরাহ করে তা কল্পনার বাইরে তখন ।   এর ৬০ হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে প্রতিটি স্ক্রোল এবং সোয়াইপগুলিকে মসৃণ করে তোলে ।      তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি   অন্যান্য স্মার্টফোন নির্মাতারা এই প্রযুক্তির সম্ভাবনা দেখেছেন এবং তাদের বেশিরভাগ ফোনগুলিতে ৬০ হার্জ প্রয়োগ করতে শুরু করেছেন । পরে আরও নতুন প্রযুক্তি নিয়ে এসে আরও ভাল মান প্রয়োগ করা হয়।         এই সপ্তাহের শুরুতে, কোয়ালকম সবথেকে সস্তা ৫-জি চিপসেট স্ন্যাপড্রাগন ৬৯০  ৫- জি এসওসি ঘোষণা করেছে।  এটি মিড-রেঞ্জ বিভাগে তুলনামূলক ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্যগুলি আমাদের কাছে পৌঁছে দিতে পারবে ।  এটি 4K এইচডিআর ভিডিও ক্যাপচার, ১৯২ এমপি ক্যামেরা সাপোর্ট , ৫ জি, এবং ফুল এইচডি + রেজোলিউশনে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট নিয়ে আসে।         এইচএমডি গ্লোবালের সিপিও জুহো

Realme C11: বিশ্বের প্রথম ফোন Mediatek Helio G35 এর সাথে

ছবি
          রিয়েলমি খুব শীঘ্রই তাদের নতুন রিয়েলমি সি ১১ , তার পরবর্তী এন্ট্রি-স্তরের স্মার্টফোনটি আনতে চলেছে ।  এটি মিডিয়াটেক হেলিও জি ৩৫ এসওসি এর সাথে আসা বিশ্বের প্রথম স্মার্টফোন হবে।  হ্যান্ডসেটটি প্রথমে মালয়েশিয়ায় লঞ্চ করবে এবং তারপরে ধীরে ধীরে অন্যান্য দেশগুলিতে ।              রিয়েলমি মালয়েশিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে একটি টিজারে একটি ছবি সহ "ওয়ার্ল্ডের ফার্স্ট হেলিও জি 35 - আরও স্মুথলি প্লে করুন"  লিখে প্রকাশ করেছে।  তবে পোস্টের বিবরণটিতে কোনো ডিভাইসের নাম প্রকাশ করা হয় নি ।           তবে ব্র্যান্ডটি ভোক্ট এবং মালয়েশিয়ার অন্যান্য প্রকাশনাগুলিকে ফোনের পিছনের টিজার ছবি দিয়ে রিয়েলমি নাম এবং ডিজাইনকে চিহ্নিত করেছে।  তবে এটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি।           রিয়েলমি সি ১১ ইন্দোনেশিয়ার টিকেডিএন সার্টিফিকেশন পোর্টালে মডেল নম্বর আরএমএক্স ২১৮৫ নিয়ে ওয়েবসাইটে প্রথম উপস্থিত হয়েছিল।  শীঘ্রই এটি ইউরোপের ইইসি,মালাসিয়ার এসআইআরআইএম, এবং থাইল্যান্ডের এনবিটিসি এর মতো একাধিক সার্টিফিকেশান লাভ করেছে ।    ।।  তথ্যটি  ভালো  লাগলে 

আজ সবকিছু বেরিয়ে এল : Motorola Edge lite

ছবি
         আমরা গতকালই প্রকাশ করেছি যে Motorola এর তরফ থেকে একটি নতুন ফোন এফসিসি সার্টিফিকেশান ওয়েবসাইটে দেখা মিলেছে । যেটির সম্ভাব্য নাম হতে পারে মোটোরোলা এজ লাইট ।   নামটি থেকে বোঝা যায়, এজ লাইটটি মোটোরোলার নতুন এজ পরিবারের তৃতীয় সদস্য এবং সিরিজের সর্বনিম্ন ফোন হবে। এই এজ লাইটিতে বাদবাকি এজের মতো ওয়াটারফল ডিসপ্লে থাকবে না।         ফোনটির ডিসপ্লেতে 21: 9 অ্যাসপেক্ট রেশিও এবং এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ।  স্ক্রিনটি ৬.৭" ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে হবে যার রেজোলিউশান ১০৮০ x ২৫২০ হবে ।  সামনে ৮ এমপি সেলফি ক্যামেরা এবং ২ এমপি ডেপট্থ সেন্সর সহ একটি ডুয়াল হোল-পাঞ্চ কাটআউট ওপরে বাঁ দিকে অবস্থান করবে ।        পিছনে প্রধান ক্যামেরাটি ৪৮ এমপি স্যামসাং এর সেন্সর হবে।  এছাড়াও পিছনে, আরও তিনটি ক্যামেরা থাকবে যথা-  ১৬ এমপি, ৮ এমপি, ৫ এমপি। যতটা সম্ভব তাদের মধ্যে একটি আল্ট্রাওয়াইড , একটি ডেপট্থ সেন্সর আর একটি ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে ।  এজ লাইটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ থাকতে পারে ।  মডেলগুলি ৪ এবং ৬ গিগাবাইটের এলপিডিড

সস্তায় 5G আনছে Motorola, আসছে Moto Edge lite

ছবি
       Motorola এতদিনে বাজারে নেমেছে । একের পর এক দুর্ধর্ষ ফোন এনে বাজার কাঁপিয়ে দিচ্ছে । এবার এফসিসি এর তালিকায় তালিকাভুক্ত হল নতুন একটি ফোন যার মডেল নাম্বার  XT2075-3 । অর্থাত্  মোটোরোলা তার এজ লাইনআপে আর একটি লাইট সংস্করণ আনতে চলেছে ।  মোটো এজ লাইট হিসাবে মনে করা ফোনটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং 5 জি সংযোগের সাথে আসবে।  অনুমান অনুসারে আমরা স্ন্যাপড্রাগন ৭৬৫- জি চিপসেটটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে দেখতে পাব।      তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি                  তা ছাড়া পুরো স্পেসিফিকেশান তালিকাটি এখনও জানা যায় নি ।  গুজব অনুসারে, ফোনটি কোডটির নাম নাইরোবি এবং অ্যান্ড্রয়েড 10-এর সাথে আসবে ।         মটোরোলা এজ সিরিজে তাদের ২৫ এমপি সেলফি ক্যামেরা , ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং পাঞ্চ হোল কাটআউট সহ ৬.৭ ইঞ্চি কার্ভড ওএলইডি ডিসপ্লে রয়েছে।  পিছনে একটি ডেডিকেটেড 3 ডি টিওএফ সেন্সরের সাথে কোয়াড রিয়ার ক্যামেরা।  ফ্ল্যাগশিপ এজ + স্ন্যাপড্রাগন ৮৬৫ দ্বারা চালিত হয় যখন শুধু এজ মডেলটি স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট সহ আসে।   ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একট

ডিসপ্লের জগতে বিপ্লব, LG নিয়ে এল কাচের মতো স্বচ্ছ OLED প্যানেল

ছবি
        LG ইলেকট্রনিক্স ইনফোকম 2020 ইভেন্টে বেশ কয়েকটি অভিনব ডিসপ্লে প্রযুক্তি প্রদর্শন করল ।  16 থেকে 18 জুন পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি নতুন LG LED সিনেমা ডিসপ্লে এবং একটি ট্রান্সপারেন্ট OLED ডিসপ্লে  আমাদের সামনে তুলে ধরেছে ।      তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি          LG তার যে নতুন স্বচ্ছ ওএলইডি টাচ স্ক্রিনটি আবিষ্কার করেছে তার ট্রান্সমিট্যান্স ক্ষমতা ৩৮ শতাংশ এবং এটিকে বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্র যেমন বিমানবন্দর, যাদুঘর এবং এমনকি বিভিন্ন স্টোরগুলিতেও ব্যবহার করা যাবে ।  এমনকি , টপ গল্ফ দ্বারা চালিত একটি স্টোরে প্রযুক্তিটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে । তাছাড়াও একাধিক ট্র্যান্সপারেন্ট ডিসপ্লে পাশাপাশি যোগ করে একটি বড়ো ডিসপ্লেও বানিয়ে নেওয়া যেতে পারে।                  তাছাড়াও এলজি এলইডি সিনেমা ডিসপ্লেতে উন্নত সিনেমা দেখার অভিজ্ঞতার জন্য অতি উজ্জ্বল এলইডি মডিউল ব্যবহার করা হয়েছে ।  এই প্রযুক্তি টি আমাদের এক অভিন্ন মুভি স্ক্রিন সরবরাহ করে যেটি যেকোনো দৃশ্য বিকৃতির পক্ষে কম সংবেদনশীল।  সংস্থাটি ইতিমধ্যে শো টাইম সিনেমা নামে এক

বিশ্বাস করুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না,Poco X2 কে একবারে নাকে-জলে করে দিল Motorola One fusion+

ছবি
        আপনি কি কোনোদিনও স্বপনেও ভেবেছিলেন যে শেষ পর্যন্ত Motorola এই ভাবে come back করবে ! আমাদের সেই সবার পুরানো এবং অত্যধিক মজবুত Motorola এতদিনে ঘুরে দাঁড়ালো তাহলে , যদিও এখন এটি Lenovo এর হাতে ।          তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি                প্রথমেই আসা যাক এর ডিসপ্লের কথায় , এখানে থাকছে ৬.৫" ইঞ্চের একটি ফুল এইচ-ডি প্লাস ফুুল ভিউ ডিসপ্লে যার রেজোলিউশান ২৩৪০ × ১০৮০ এবং পিক্সেল ডেনসিটি হল ৩৯৫ পিপিআই । তাছাড়াও এখানে থাকছে এইচ ডি আর ১০ এর সাপোর্ট । এটি একটি আই পি এস - টি এফ টি - এল সি ডি স্ক্রিন । এটির স্ক্রিন টু বডি রেসিও হল ৯১% । এটির অ্যাসপেক্ট রেটিও ১৯.৫ : ৯  । কোম্পানির তরফ থেকে এটিকে টোটাল ভিশন ডিসপ্লে বলে  অভিহিত করা হয়েছে ।       এবার আসা যাক এর ডিজাইনে । এখানে থাকছে প্লাস্টিক বডি । এর মাত্রা হল ১৬২.৯ × ৭৬.৯ × ৯.৬ মিলিমিটার । এর নীচে টাইপ - সি ( ইউ-এস-বি ২.০ ) আছে  এবং এর ওজন ২১০ গ্রাম ।            অপারেটিং সিস্টেম হিসাবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তিকারী অ্যান্ড্রয়েড ওয়ান যেটি আপনাকে একদম অ্যাড এবং আগে থেকে ইনস্টল হওয়া অ্যাপ বিহীন স

Samsung M41 এ এবার সেই সবার চাওয়া Samsung এর Amoled থাকছে না : কার display থাকছে তাহলে ?? জেনে নিন খুঁটিনাটি সবকিছুই

ছবি
       সম্ভবত এটাই  Samsung এর তরফ থেকে আসা প্রথম ফোন হতে চলেছে যেখানে Samsung তার নিজ অতিপরিচিত Super AMOLED ডিসপ্লে না ব্যবহার করে ব্যবহার করতে চলেছে অন্য কোনো কোম্পানির অ্যামোলেড ডিসপ্লে । আসুন জেনে নিই সবকিছু ।     তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি           আমরা স্যামসাং কে যে কারণে সবচেয়ে বেশি চিনি তা হল এর সুপার অ্যামোলেড ডিসপ্লে , যেটি খুব কম দামে আমাদের অত্যন্ত ভালো একটি অভিজ্ঞতার সুুযোগ দেয় । কিন্তু এবার সেখানে অন্য কোম্পানির দখল ! শুনে মনটা খারাপ হচ্ছে না ? কিন্তু বাজারে কম্পপিটিশাানে টিকে থাকতে হয়তো একপ্রকার বাধ্য হয়েই তাকে এটি করতে হচ্ছে কারণ আমাদের এখন খুব কম দামে সবচেয়ে ভালোটা চাই , তো স্যামসাং ও এবার কোয়ালিটির থেকে  কোয়ান্টিটির দিকে বেশি নজর দিচ্ছে । বিশেষত তাদের এম্ সিরিজে ।          যেখানে স্যামসাং অ্যাপেলের মতো তাবড় তাবড় কোম্পানিকে তাদের ওলেড ডিসপ্লে সরবরাহ করছে সেখানে সে এবার তাদের পরবর্তী  Galaxy M41 এ ব্যবহার করতে চলেছে চাইনিজ ম্যানুফ্যাকচারার   চাইনা  স্টার  অপটোইলেকট্রনিক্স  টেকনোলজি  ( CSOT )এর তৈরি করা ডিসপ্লে যেই কোম্পানিটি TCL এর অন্তর্গত ।   

অত্যধিক দাম,Vivo V19 কিনতে পারছেন না ; কম দামে এল V19 Neo : জেনে নিন খুঁটিনাটি সবকিছুই

ছবি
        অফলাইনের রাজা Vivo । ফোনে তেমন ভালো কিছু না থাকলেও বড় বড় ব্যানার আর সেলিব্রিটিদের নিয়ে বাজার মাত করে রেখেছে Vivo । এইমাত্র কিছুদিন আগে ভারতের বাজারে নিয়ে এসেছে V19 । এবার এরই ছোটো ভাই V19 Neo ।           তবে আসা করছি ফোনটি ভারতীয় বাজারে আসবে না কারণ এটিই সেই V17 যেটি কিছু মাস পূর্বে বাজারে এসেছে ।            তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি            ফোনটিতে ফিচার্স বলতে থাকছে ৬.৪৪ ইঞ্চের ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে যার ডানদিকে ওপরে থাকবে এই পাঞ্চ হোলটি।  এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার কারণে এখানে থাকছে দ্রুত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।          এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এবং ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের সুবিধা । এটি চলবে অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তিকারী ফানটাচ ও-এস ১০ ।          পিছনে থাকছে এখানে চারটে ক্যামেরা যা হল ৪৮ প্রধান + ৮ আলট্রা ওয়াইড  + ২ পোর্টেট + ২ ম্যাক্রো  এবং সেলফি থাকছে ৩২ MP এর ।         ব্যাটারি থাকছে এখানে ৪৫০০ mAh এর যেটাকে দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার যা টাইপ - সি ।   এটি দু'টি রং এ পা

আপনি কি একজন মিউজিক প্রেমি : বাজেট দামে Dual Stereo Speaker নিয়ে হাজির হল Oppo

ছবি
    অফলাইনে একাধারে প্রভাব বিস্তার করে আসছে Oppo । তাদের অফলাইনের বিখ্যাত লাইন-আপ হল জনপ্রিয় A সিরিজ।  এবার বাজেটের কথা মাথায় রেখে দুর্দান্ত ফিচার্সের সঙ্গে হাজির হল Oppo A52 ।  আসুন , জেনে নিই কী কী চমক আছে এখানে !     তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি                     প্রথমেই আসা যাক ডিসপ্ললের কথায় । এখানে থাকছে 6.5" ইঞ্চচের একটা IPS LCD FHD+ স্ক্রিন যার রেজোলিউশান হল ১০৮০ × ২৪০০ পিক্সেল । এর স্ক্রিন টু বডি রেসিও হল ~ ৯০.৫ % এবং পিক্সেল ডেনসিটি হল ~ ৪০৫ পিপিআই।  তাছাড়া এর নিটস্ ব্রাইটনেস হল ৪৮০ । এর অ্যাসপেক্ট রেটিও হল ২০ : ৯ । সবচেয়ে বড়ো বিশেষত্ব হল এটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে যেটিকে  Oppo বলছে নিও-ডিসপ্লে । তাছাড়া এখানে থাকছে  আই প্রোটেকশান সার্টিফিকেশান যেটি দিয়েছে TÜV Rheinland ।  আসলে এটি অন্যান্য ফোনে ব্লু লাইট ফিল্টার বা রিডিং মোড ।       এখানে থাকছে ডুয়াল হাইব্রিড সিমকার্ড এর স্লট এবং ফোনটির ওজন হল ১৯২ গ্রাম ।         এখানে থাকছে অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তিকারী  কালার ও-এস ৭.১ ।     প্রসেসর হিসাবে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ যেটি একটি ১১ ন্যান

Gamer দের জন্য সুখবর , আসতে চলেছে gaming এর রাজা ROG III : জেনে নিন দুর্দান্ত features

ছবি
        সর্বকালের সেরা গেমিং ফোন হল Republic Of Gamer অর্থাত্ Asus এর তরফ থেকে আসা ROG series । এবার সেই ধারাবাহিকতার ব্যতিক্রম না ঘটিয়ে বাজারে আসতে চলেছে Asus ROG III  ।  অনেকদিন আগে থেকেই বিভিন্ন সার্টিফিকেশান ওয়েবসাইটে এর দেখা মিলছে । এবার এর বেশ কিছু ফিচার্স আমাদের কাছে ধরা পড়েছে ।      তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি               এবার এখানে ডিসপ্লের ক্ষেত্রে আপগ্রেডেশান করা হয়েছে , এখানে ব্যবহার করা হয়েছে 6.59" ইঞ্চের এক বড়ো Super AMOLED display । সেই কারণে এবার এখানে থাকছে Indisplay fingerprint sensor ।          তাছাড়া এই ডিসপ্লে হবে FHD+ ( 1080 × 2340 ) , HDR 10+ এর সাপোর্ট , আর সবচেয়ে আকর্ষণীয় এখানে থাকছে 120 Hz refresh rate এবং 240 Hz touch response rate ।        এখানে থাকছে Corning Gorilla Glass 6 এর protection । থাকছে 3.5 mm headphone jack ।        থাকছে এখানে এবছরের সেরা Processor Qualcomm Snapdragon 865 নতুবা 865+ ।  থাকবে 16 GB RAM এবং 512 GB ROM ।       ক্যামেরা এবার ভালোই থাকছে । আছে 48 + 13 + 8 MP এর rear camera যার মধ্যে হয়তো একটি telephoto lens

প্রকাশ্যে এল Samsung Galaxy A21s এর দাম : Specifications পিছনে ফেলে দিল Oppo কে

ছবি
গত মাস থেকে একের পর এক দেশ যেমন ব্রাজিল, রাশিয়া, স্পেন,ভিয়েতনাম এ ঘোষণা করা হয়েছে Samsung এর তরফ থেকে আসা নতুন ফোন Galaxy A21s । এবার মাত্র এক সপ্তাহের মধ্যে ভারতীয় বাজারে ঝড় তুলতে আসছে সেই Samsung Galaxy A21s ।       কাল লঞ্চ হয়েছে প্রায় একই দামে Oppo এর তরফ থেকে আসা A52 । কিন্তু এর থেকে যে A21s বহুগুণে এগিয়ে তা জানিয়ে দিচ্ছে এর ফিচার্স গুলি ।          এটিতে থাকবে অ্যান্ড্রয়েড ১০ এর ভিত্তিকারী One UI 2 । আর যেখানে থাকবে 4 GB এবং 6 GB RAM এর সুযোগ । এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে Exynos 850 যা 8 nm এর ওপর তৈরি । এখানে থাকছে ট্রিপিল কার্ডের সুযোগ ।        এর পিছনে থাকছে চারটে ক্যামেরা যা হবে 48 + 8 + 2 + 2 এবং সামনে পাঞ্চ-হোলের মধ্যে থাকবে সেলফি ক্যামেরাটি যা হবে 13 MP এর f/2.2 যুক্ত ।           এখানে থাকছে  6.5" inch PLS TFT LCD ডিসপ্লে যা হবে  HD+ resolution (1600×720 pixels) এর এবং এর উপরে বাঁ দিকের কোণে থাকবে পাঞ্চ-হোল আর যেখানে থাকবে সেলফি ক্যামেরাটি ।  ব্যাটারি থাকছে এখানে 5000 mAh এর ।       তাছাড়াও এর পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । আর LTE, GPS, Wi-Fi b/g/n

আবার চমক ! দেখা গেল Samsung Galaxy M31s : জেনে নিন

ছবি
        এইমাত্র কিছুদিন আগে প্রকাশ্যে এল Galaxy M51 এর খবর । এবার তার রেস না কাটতে কাটতেই এসে হাজির হল Samsung Galaxy M31s । আজই Geekbench এ প্রকাশিত হল ফোনটি স্কোর । আসুন জেনে নিই কিছু বিশেষত্ব ।     তো করব না আর দেরি , শুরু করি তাড়াতাড়ি         Geekbench   যে আমাদেরকে ফোনের আগাম ভবিষ্যদ্বাণী দিয়ে দেয় সে কথা আজ আবার তারা প্রমাণ করে দিল । আজ সেখানে স্পট করা হল Samsung Galaxy M31s কে । বহু জল্পনা কল্পনার পর অবশেষে তা সামনে এল ।         ফোনটির Model Number হল  SM-M317F । এটি আমাদের এটাই বুঝিয়ে দেয় যে এটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy M31 এর তুলনায় সামান্য কিছু নতুন ফিচার্স সহ আসা ফোন হবে ।              এই M31s 347 পয়েন্ট করেছে single-core এর ক্ষেত্রে এবং 1256  multi-core টেস্টের ক্ষেত্রে । তাছাড়াও এখানে M31 এর মতোই 6000 mAh এর বিশাল বড়ো ব্যাটারি থাকবে ।  নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাকে সঙ্গে সঙ্গে আপডেট করে দোবো । আপনি আমাকে profile এ follow করতে পারেন ।   ।।  তথ্যটি  ভালো  লাগলে  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

এবার Realme X50t 5G কে দেখা গেল Google Play Console এ,জেনে নিন বাজার কাঁপানো features গুলি

ছবি
                             Credit : Gadget360 Realme X50 series এ এখন পর্যন্ত চারটি ফোন এসে গেছে , এবার এই সিরিজটিকে আরও আকর্ষণীয় করতে আসতে চলেছে Realme X50t । এখনও পর্যন্ত বিভিন্ন চাইনিজ ওয়েবসাইটে এটি নথিভুক্ত হয়ে গেছে । এবার এটিকে স্পট করা হল Google Play Console এ ।         credit : 91mobiles        প্লে কনসোলের লিস্ট থেকে আমরা জানতে পারি এখানে থাকবে Qualcomm Snapdragon 765 SoC । তাছাড়াও এখানে থাকবে FHD+ display , 6 GB RAM , Android 10 ।        যদিও Google Play Console থেকে আমরা এর থেকে বেশি আর কিছু জানতে পারিনি,তবুও 3C থেকে আমরা এটা পেয়েছি যে এখানে থাকবে 30 watt এর fast charging । যদিও Realme এই ফোন নিয়ে কোনো মুখ খোলেনি , তবুও TENNA থেকে আমরা এই ফোনের Model Number (RMX2052) এবং design দেখতে পেয়েছি ।         তাছাড়াও সূত্র অনুসারে এখানে থাকবে 6.57" inch এর এক বড়ো LCD panel যেখানে থাকবে 120Hz refresh rate । তাছাড়াও এখানে থাকবে সর্বোচ্চ 12 GB RAM এবং 256 GB storage এর সাপোর্ট ।  ফোনটি thickness হবে 9.3 mm এবং ওজন হবে ২০২ গ্রাম ।       ক্যামেরার ক্ষেত্রে এখ

POCO X2 কে কড়া টক্কর দিতে মাঠে নামছে Samsung Galaxy M51 : Geekbench এ lised হল ফোনটি,থাকছে Snapdragon 730/730G

ছবি
        আমরা  বেশ  কিছুদিন  ধরে  শুনে  Samsung  এর  তরফ  থেকে  একটি  ধাঁসু  ফোন  আসছে , এবার  হয়তো  সেই  প্রতীক্ষার  অবসান  ঘটবে । আসতে  চলেছে  Samsung  Galaxy  M51 । আজ  Geekbench  এ  তালিকাকরণ  হল  ফোনটির । জেনে  নিন  কী  হবে  তার  basic  features । তো  করব  না  আর  দেরি , শুরু  করি  তাড়াতাড়ি            Samsung  M  series  এর  দিকে  পিছন  ফিরলে  দেখা  যাবে  যে , এখন  পর্যন্ত  তারা  অনেক  ফোন  লঞ্চ  করেছে । তারা  এক  বছরের  মধ্যে  দু'টো  সময়ে  তাদের  ফোন  লঞ্চ  করে । এবার  সেই  তালের  ব্যতিক্রম  না  ঘটিয়ে  বাজারে  আসতে  চলেছে  Samsung  এর  পরবর্তী  ফোন  Galaxy  M51 ।          Geekbench  এ  spot  করা  ফোনটির  Model Number  হল  SM-M515F । Processor  অনুযায়ী  model number  হল  SM6150 যা দেখে  বোঝা  যাচ্ছে  এখানে  থাকবে  Qualcomm  Snapdragon  730   নতুবা  730G  SoC । কারণ  এটি  Geekbench  এ  score  করেছে  546 points  :  5.1.1’s single-core CPU test  এবং 1,784 points  multi-core CPU test  এ ।এটিতে  থাকবে  8 (৮) GB RAM  এবং  ফোনটি  চলবে  Android  10 এ । সূত্র  অনুযায়ী  এখান

Benchmark এ listed হল Samsung এর নতুন রহস্যময় removable battery যুক্ত ফোন : জেনে নিন

ছবি
         কিছু  সপ্তাহ  আগে  একটা  সূত্রে  আমরা  দেখতে  পাই  Samsung  এর  তরফ  থেকে  নতুন  removable  battery  তৈরি  হচ্ছে  নতুন  কোনো  অপ্রকাশিত  স্মার্টফোনের  এর  জন্য । এবার  সেই  সূত্রকে  সত্য  করে  Geekbench  database  এ  প্রকাশ  হল  নতুন  removable  battery  দেওয়া  Samsung  এর  ফোন  যেটির  Model  Number  হল  SM-A013F ।              Samsung  এর  এই  নতুন  affordable  android  smartphone  টি  listed  হয়েছে  এখনকার  দিনে  অত্যন্ত  দুর্লভ  1 GB  RAM  এর  সাথে  এবং  এখানে  processor  ব্যবহার  করা  হয়েছে  Mediatek  MT6739  অর্থাত্  বোঝাই  যাচ্ছে  এটি  আপনার  আমার  কারোর  জন্যেই  নয় , তবে  এটি  বাড়ির  বয়স্ক  ব্যক্তি ,  বাবা - মা , নতুন  যাঁরা  প্রথম  বারের  জন্য  স্মার্টফোন  ব্যবহার  করে  দেখতে  চাইছেন , তাঁদের  জন্য চলে  যাবে । এখানে   4  Cortex-A53 CPU Cores  আছে  যেটি up to 1.5GHz  পর্যন্ত  clocked ।        অতি  নিম্নমানের  specifications  দেওয়া  ফোনটি  এই  ইঙ্গিত  দেয়  যে  এটি  Samsung  এর A series  এর  একদম  বাজেট  সিরিজের  এন্ট্রি  লেভেলের  অপর  কোনো  একদম  কম  দামের  ফ

বাজার কাঁপাতে আসছে Redmi 9 , জেনে নিন দাম , specifications খুঁটিনাটি সবকিছুই

ছবি
        সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে Realme Narzo 10 । আর যেখানে Realme , সেখানে Xiomi থাকবে না এটা কি কখোনও হতে পারে ? তাই Xiomi তাদের Redmi series এর নতুন সদস্য Redmi 9 কে আনতে চলেছে ভারতীয় বাজারে। । আসুন জেনে নিই Redmi 9 এর দাম , তারিখ , details specifications । তো করব না আর দেরি , শুরু করি তাড়াতাড়ি         :    Redmi  9  details specifications   :   Display   》   Type     :    6.5" inch FHD+ IPS LCD display  Resolution   :    1080 × 2400 pixels  ppi  density   :    395  ppi  Aspect ratio   :    20 : 9 Protection   》   Front     :    Corning Gorilla Glass 5 Back    :    Plastic  body এটি আসলে Redmi Note 8 pro আর Poco X2 এর সম্মিলিত মিশ্রণ । Operating  Sytem    》 Android  10 ,  MIUI 12 Processor   》    Mediatek Helio G80 ( 12 nm )  CPU   》    Octa Core ( 2 × 2.0 GHz Cortex- A75 & 6 × 1.8 GHz Cortex  - A55 ) GPU   》     Mali  G52 ; MC2   Storage   》  Two Variants :  3GB RAM 32GB ROM & 4GB RAM 64GB ROM  Card  slot    》 

এবার Hello Moto ; লঞ্চ হল Motorola G Fast এবং Motorola E ( 2020 )

ছবি
      অ্যান্ড্রয়েড 10 এবং 3 জিবি র‌্যামের সাথে Moto E এবং Moto G Fast হল লঞ্চ , এই features গুলি আছে , জেনে নিন :                             Moto E এবং Moto G Fast হল মোটরোলার দুটি বাজেট স্মার্টফোন, যা সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে U.S. লঞ্চ করেছে।  দুটি স্মার্টফোনই বাজেট বিভাগে লঞ্চ করা হয়েছে। Moto E সস্তা entry level এর ফোন, এটি waterdrop notch এ সজ্জিত।  একই সময়ে, Moto G Fast  সামান্য ব্যয়বহুল midrange স্মার্টফোন এবং এটি Punch-hole display এ তে সজ্জিত।  অন্যদিকে, Moto E তে dual rear camera সেটআপ দেওয়া হয়েছে  অন্যদিকে, Moto G Fast -তে একটি triple rear camera সেটআপ রয়েছে ।  Moto E এবং Moto G Fast স্মার্টফোন দুটিই রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসে।           Moto E এবং Moto G Fast  এর দাম  মোটরোলা তার মার্কিন ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে।  Moto E এর আনুষ্ঠানিক তালিকা অনুসারে, স্মার্টফোনটি কেবলমাত্র 2 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ বিকল্পে চালু করা হয়েছে, যার দাম 149.99 ডলার (প্রায় 11,340 টাকা)।  Moto E , midnight blue এবং sampen pink বিকল্পে লঞ্চ করা হয়েছে।  অ