Realme C11: বিশ্বের প্রথম ফোন Mediatek Helio G35 এর সাথে

          রিয়েলমি খুব শীঘ্রই তাদের নতুন রিয়েলমি সি ১১ , তার পরবর্তী এন্ট্রি-স্তরের স্মার্টফোনটি আনতে চলেছে ।  এটি মিডিয়াটেক হেলিও জি ৩৫ এসওসি এর সাথে আসা বিশ্বের প্রথম স্মার্টফোন হবে।  হ্যান্ডসেটটি প্রথমে মালয়েশিয়ায় লঞ্চ করবে এবং তারপরে ধীরে ধীরে অন্যান্য দেশগুলিতে ।




             রিয়েলমি মালয়েশিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে একটি টিজারে একটি ছবি সহ "ওয়ার্ল্ডের ফার্স্ট হেলিও জি 35 - আরও স্মুথলি প্লে করুন"  লিখে প্রকাশ করেছে।  তবে পোস্টের বিবরণটিতে কোনো ডিভাইসের নাম প্রকাশ করা হয় নি ।

          তবে ব্র্যান্ডটি ভোক্ট এবং মালয়েশিয়ার অন্যান্য প্রকাশনাগুলিকে ফোনের পিছনের টিজার ছবি দিয়ে রিয়েলমি নাম এবং ডিজাইনকে চিহ্নিত করেছে।  তবে এটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি।

          রিয়েলমি সি ১১ ইন্দোনেশিয়ার টিকেডিএন সার্টিফিকেশন পোর্টালে মডেল নম্বর আরএমএক্স ২১৮৫ নিয়ে ওয়েবসাইটে প্রথম উপস্থিত হয়েছিল।  শীঘ্রই এটি ইউরোপের ইইসি,মালাসিয়ার এসআইআরআইএম, এবং থাইল্যান্ডের এনবিটিসি এর মতো একাধিক সার্টিফিকেশান লাভ করেছে । 





  ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একটা  কমেন্ট  করুন  এবং  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......