Samsung M41 এ এবার সেই সবার চাওয়া Samsung এর Amoled থাকছে না : কার display থাকছে তাহলে ?? জেনে নিন খুঁটিনাটি সবকিছুই

       সম্ভবত এটাই  Samsung এর তরফ থেকে আসা প্রথম ফোন হতে চলেছে যেখানে Samsung তার নিজ অতিপরিচিত Super AMOLED ডিসপ্লে না ব্যবহার করে ব্যবহার করতে চলেছে অন্য কোনো কোম্পানির অ্যামোলেড ডিসপ্লে । আসুন জেনে নিই সবকিছু ।


    তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি 


         আমরা স্যামসাং কে যে কারণে সবচেয়ে বেশি চিনি তা হল এর সুপার অ্যামোলেড ডিসপ্লে , যেটি খুব কম দামে আমাদের অত্যন্ত ভালো একটি অভিজ্ঞতার সুুযোগ দেয় । কিন্তু এবার সেখানে অন্য কোম্পানির দখল ! শুনে মনটা খারাপ হচ্ছে না ? কিন্তু বাজারে কম্পপিটিশাানে টিকে থাকতে হয়তো একপ্রকার বাধ্য হয়েই তাকে এটি করতে হচ্ছে কারণ আমাদের এখন খুব কম দামে সবচেয়ে ভালোটা চাই , তো স্যামসাং ও এবার কোয়ালিটির থেকে  কোয়ান্টিটির দিকে বেশি নজর দিচ্ছে । বিশেষত তাদের এম্ সিরিজে । 

        যেখানে স্যামসাং অ্যাপেলের মতো তাবড় তাবড় কোম্পানিকে তাদের ওলেড ডিসপ্লে সরবরাহ করছে সেখানে সে এবার তাদের পরবর্তী  Galaxy M41 এ ব্যবহার করতে চলেছে চাইনিজ ম্যানুফ্যাকচারার   চাইনা  স্টার  অপটোইলেকট্রনিক্স  টেকনোলজি  ( CSOT )এর তৈরি করা ডিসপ্লে যেই কোম্পানিটি TCL এর অন্তর্গত । 

        কিছুদিন আগে খবর এসেছিল যে স্যামসাং এবার তাদের S21 এ BOE এর ডিসপ্লে ব্যবহার করবে কিন্তু শেষপর্যন্ত তা স্যামসাং এর কোয়ালিটি টেস্টে পাশ করতে পারেনি । কিন্তু এবার দেখা যাক স্যামসাং কী করে । 

       আপনাদের জানিয়ে রাখি এই CSOT এর কাছ থেকেই Xiomi তাদের Mi 10 এবং Motorola তাদের Edge+ এর ডিসপ্লে তৈরি করিয়েছে । 

       হয়তো কম দামে ডিসপ্লে মজুত করতে স্যামসাং এখান থেকেই বিভিন্ন সামগ্রী নেবে । 
তবে এখনও স্যামসাং এর তরফ থেকে  অফিসিয়ালি কিছুই জানানো হয় নি 

       তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখানে ৬.৬৭ ইঞ্চের একটি পাঞ্চ-হোল দেওয়া OLED ডিসপ্লে থাকবে । 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......