অত্যধিক দাম,Vivo V19 কিনতে পারছেন না ; কম দামে এল V19 Neo : জেনে নিন খুঁটিনাটি সবকিছুই

        অফলাইনের রাজা Vivo । ফোনে তেমন ভালো কিছু না থাকলেও বড় বড় ব্যানার আর সেলিব্রিটিদের নিয়ে বাজার মাত করে রেখেছে Vivo । এইমাত্র কিছুদিন আগে ভারতের বাজারে নিয়ে এসেছে V19 । এবার এরই ছোটো ভাই V19 Neo ।


  
       তবে আসা করছি ফোনটি ভারতীয় বাজারে আসবে না কারণ এটিই সেই V17 যেটি কিছু মাস পূর্বে বাজারে এসেছে । 

   

      তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি 


          ফোনটিতে ফিচার্স বলতে থাকছে ৬.৪৪ ইঞ্চের ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে যার ডানদিকে ওপরে থাকবে এই পাঞ্চ হোলটি।  এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার কারণে এখানে থাকছে দ্রুত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । 

        এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এবং ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের সুবিধা । এটি চলবে অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তিকারী ফানটাচ ও-এস ১০ । 

        পিছনে থাকছে এখানে চারটে ক্যামেরা যা হল ৪৮ প্রধান + ৮ আলট্রা ওয়াইড  + ২ পোর্টেট + ২ ম্যাক্রো  এবং সেলফি থাকছে ৩২ MP এর । 

       ব্যাটারি থাকছে এখানে ৪৫০০ mAh এর যেটাকে দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার যা টাইপ - সি ।

  এটি দু'টি রং এ পাওয়া যাবে : অ্যাডমিয়ার ব্লু আর ক্রিস্টাল হোয়াইট । 

        
          এটিকে ফিলিপাইন এ লঞ্চ করা হয়েছে যেখানে এর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 27,192 টাকার মতো ।








  ।।  তথ্যটি  ভালো  লাগলে  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করবেন  ।।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......