এবার Realme X50t 5G কে দেখা গেল Google Play Console এ,জেনে নিন বাজার কাঁপানো features গুলি

    
                       Credit : Gadget360

Realme X50 series এ এখন পর্যন্ত চারটি ফোন এসে গেছে , এবার এই সিরিজটিকে আরও আকর্ষণীয় করতে আসতে চলেছে Realme X50t । এখনও পর্যন্ত বিভিন্ন চাইনিজ ওয়েবসাইটে এটি নথিভুক্ত হয়ে গেছে । এবার এটিকে স্পট করা হল Google Play Console এ । 


       credit : 91mobiles
       প্লে কনসোলের লিস্ট থেকে আমরা জানতে পারি এখানে থাকবে Qualcomm Snapdragon 765 SoC । তাছাড়াও এখানে থাকবে FHD+ display , 6 GB RAM , Android 10 । 

      যদিও Google Play Console থেকে আমরা এর থেকে বেশি আর কিছু জানতে পারিনি,তবুও 3C থেকে আমরা এটা পেয়েছি যে এখানে থাকবে 30 watt এর fast charging । যদিও Realme এই ফোন নিয়ে কোনো মুখ খোলেনি , তবুও TENNA থেকে আমরা এই ফোনের Model Number (RMX2052) এবং design দেখতে পেয়েছি ।

        তাছাড়াও সূত্র অনুসারে এখানে থাকবে 6.57" inch এর এক বড়ো LCD panel যেখানে থাকবে 120Hz refresh rate । তাছাড়াও এখানে থাকবে সর্বোচ্চ 12 GB RAM এবং 256 GB storage এর সাপোর্ট ।  ফোনটি thickness হবে 9.3 mm এবং ওজন হবে ২০২ গ্রাম ।

      ক্যামেরার ক্ষেত্রে এখানে থাকবে মোট ৬ টা ক্যামেরা । পিছনে থাকবে   48 + 8 + 2 + 2  এবং সামনে থাকবে 16 + 2 MP । 

       তাছাড়াও এখানে থাকবে একটি side mounted fingerprint scanner এবং battery থাকবে এখানে 4100 mAh এর ।








  ।।  তথ্যটি  ভালো  লেগে  থাকলে  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন   ।।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......