প্রকাশ্যে এল Samsung Galaxy A21s এর দাম : Specifications পিছনে ফেলে দিল Oppo কে

গত মাস থেকে একের পর এক দেশ যেমন ব্রাজিল, রাশিয়া, স্পেন,ভিয়েতনাম এ ঘোষণা করা হয়েছে Samsung এর তরফ থেকে আসা নতুন ফোন Galaxy A21s । এবার মাত্র এক সপ্তাহের মধ্যে ভারতীয় বাজারে ঝড় তুলতে আসছে সেই Samsung Galaxy A21s । 


     কাল লঞ্চ হয়েছে প্রায় একই দামে Oppo এর তরফ থেকে আসা A52 । কিন্তু এর থেকে যে A21s বহুগুণে এগিয়ে তা জানিয়ে দিচ্ছে এর ফিচার্স গুলি । 

        এটিতে থাকবে অ্যান্ড্রয়েড ১০ এর ভিত্তিকারী One UI 2 । আর যেখানে থাকবে 4 GB এবং 6 GB RAM এর সুযোগ । এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে Exynos 850 যা 8 nm এর ওপর তৈরি । এখানে থাকছে ট্রিপিল কার্ডের সুযোগ । 

      এর পিছনে থাকছে চারটে ক্যামেরা যা হবে 48 + 8 + 2 + 2 এবং সামনে পাঞ্চ-হোলের মধ্যে থাকবে সেলফি ক্যামেরাটি যা হবে 13 MP এর f/2.2 যুক্ত । 

         এখানে থাকছে  6.5" inch PLS TFT LCD ডিসপ্লে যা হবে  HD+ resolution (1600×720 pixels) এর এবং এর উপরে বাঁ দিকের কোণে থাকবে পাঞ্চ-হোল আর যেখানে থাকবে সেলফি ক্যামেরাটি ।  ব্যাটারি থাকছে এখানে 5000 mAh এর ।
 
    তাছাড়াও এর পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । আর LTE, GPS, Wi-Fi b/g/n/ac, Bluetooth 5.0, a USB Type-C port, এবং একটি 3.5 mm headphone jack । 
 

       সর্বোপরি এর 4GB এর দাম হবে ভারতীয় মুদ্রায় প্রায় 16999 ( $225 ), যেখানে এর 6GB RAM এর দাম হবে প্রায় 18999 ( প্রায় $250 ) ।




  ।।  তথ্যটি  ভালো  লাগলে  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করবেন  ।।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......