কনফার্ম হল OnePlus Nord : আসছে জুলাই মাসে

        ওয়ানপ্লাসের তরফ থেকে আসা সস্তা দামের এই স্মার্টফোনটি বেশ কয়েক মাস ধরেই খবরে ছিল এবং গতকাল ওয়ানপ্লাসের কাছ থেকে একটি অফিসিয়াল কনফার্মেশন পাওয়া গেছে ।  সংস্থাটি এটা বলেছে যে এটি জুলাইয়ে আসছে।

        একটি ফোরাম পোস্টের  মাধ্যমে, সংস্থার সিইও পিট লাউ এই ডিভাইসটিকে নিশ্চিত করেছেন এবং একটি @ওয়ানপ্লাসলাইটজেডথিঙগ নামে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটিকে পোস্ট করেছে ।  পোস্টটিতে একটি কোড আছে যেটিকে ভাঙ্গলে বোঝা  যায় এটি "জুলাই" বলে ইঙ্গিত করে । এর কোডগুলিকে ক্র্যাক করলে বোঝা যায় ওয়ানপ্ললাসের তরফ থেকে জুলাই মাসে অপেক্ষাকৃত কম দামে ফোন আসছে ।

 
      প্রাথমিক গুজব বলেছিল যে ফোনটিকে ওয়ানপ্লাস 8 লাইট বলা হবে তবে তারপরে ওয়ানপ্লাস জেড বলা হল , কিন্তু বেশিরভাগ সাম্প্রতিক রিপোর্টে ওয়ানপ্লাস নর্ড - এর আসল নাম হবে বলা হচ্ছে । নতুন কোনো তথ্য এলে আপনাকে অবশ্যই জানিয়ে দোবো ।






  ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একটা  কমেন্ট  করুন  এবং  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হয়ে গেল Samsung Galaxy F41,যা অনেক সস্তা M31 এর থেকে

Xiaomi কে হারিয়ে আবার প্রথম স্থান দখল করে নিল Samsung,বাকিদের কী খবর ?

Geekbench এ দেখা মিলল Realme Q2 র,জানা গেল বেশ কিছু specifications