POCO X2 কে কড়া টক্কর দিতে মাঠে নামছে Samsung Galaxy M51 : Geekbench এ lised হল ফোনটি,থাকছে Snapdragon 730/730G

        আমরা  বেশ  কিছুদিন  ধরে  শুনে  Samsung  এর  তরফ  থেকে  একটি  ধাঁসু  ফোন  আসছে , এবার  হয়তো  সেই  প্রতীক্ষার  অবসান  ঘটবে । আসতে  চলেছে  Samsung  Galaxy  M51 । আজ  Geekbench  এ  তালিকাকরণ  হল  ফোনটির । জেনে  নিন  কী  হবে  তার  basic  features ।



তো  করব  না  আর  দেরি , শুরু  করি  তাড়াতাড়ি


           Samsung  M  series  এর  দিকে  পিছন  ফিরলে  দেখা  যাবে  যে , এখন  পর্যন্ত  তারা  অনেক  ফোন  লঞ্চ  করেছে । তারা  এক  বছরের  মধ্যে  দু'টো  সময়ে  তাদের  ফোন  লঞ্চ  করে । এবার  সেই  তালের  ব্যতিক্রম  না  ঘটিয়ে  বাজারে  আসতে  চলেছে  Samsung  এর  পরবর্তী  ফোন  Galaxy  M51 ।

         Geekbench  এ  spot  করা  ফোনটির  Model Number  হল  SM-M515F । Processor  অনুযায়ী  model number  হল  SM6150 যা দেখে  বোঝা  যাচ্ছে  এখানে  থাকবে  Qualcomm  Snapdragon  730  নতুবা  730G SoC । কারণ  এটি  Geekbench  এ  score  করেছে  546 points  :  5.1.1’s single-core CPU test  এবং 1,784 points  multi-core CPU test  এ ।এটিতে  থাকবে  8 (৮) GB RAM  এবং  ফোনটি  চলবে  Android  10 এ ।

সূত্র  অনুযায়ী  এখানে  থাকবে  6.5"inch  একটি  Super AMOLED Display  একটি  Punch-Hole cut out  এর  সাথে । এটিতে  থাকবে  64 MP quad rear camera set up , 5000 mAh battery , 16 MP selfie ।



এখনও  details  তেমন  ভাবে  কিছু  জানা  যায়নি ।





।।  তথ্যটি  ভালো  লেগে  থাকলে  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হয়ে গেল Samsung Galaxy F41,যা অনেক সস্তা M31 এর থেকে

Xiaomi কে হারিয়ে আবার প্রথম স্থান দখল করে নিল Samsung,বাকিদের কী খবর ?

Geekbench এ দেখা মিলল Realme Q2 র,জানা গেল বেশ কিছু specifications