POCO X2 কে কড়া টক্কর দিতে মাঠে নামছে Samsung Galaxy M51 : Geekbench এ lised হল ফোনটি,থাকছে Snapdragon 730/730G
আমরা বেশ কিছুদিন ধরে শুনে Samsung এর তরফ থেকে একটি ধাঁসু ফোন আসছে , এবার হয়তো সেই প্রতীক্ষার অবসান ঘটবে । আসতে চলেছে Samsung Galaxy M51 । আজ Geekbench এ তালিকাকরণ হল ফোনটির । জেনে নিন কী হবে তার basic features ।
তো করব না আর দেরি , শুরু করি তাড়াতাড়ি
Samsung M series এর দিকে পিছন ফিরলে দেখা যাবে যে , এখন পর্যন্ত তারা অনেক ফোন লঞ্চ করেছে । তারা এক বছরের মধ্যে দু'টো সময়ে তাদের ফোন লঞ্চ করে । এবার সেই তালের ব্যতিক্রম না ঘটিয়ে বাজারে আসতে চলেছে Samsung এর পরবর্তী ফোন Galaxy M51 ।
Geekbench এ spot করা ফোনটির Model Number হল SM-M515F । Processor অনুযায়ী model number হল SM6150 যা দেখে বোঝা যাচ্ছে এখানে থাকবে Qualcomm Snapdragon 730 নতুবা 730G SoC । কারণ এটি Geekbench এ score করেছে 546 points : 5.1.1’s single-core CPU test এবং 1,784 points multi-core CPU test এ ।এটিতে থাকবে 8 (৮) GB RAM এবং ফোনটি চলবে Android 10 এ ।
সূত্র অনুযায়ী এখানে থাকবে 6.5"inch একটি Super AMOLED Display একটি Punch-Hole cut out এর সাথে । এটিতে থাকবে 64 MP quad rear camera set up , 5000 mAh battery , 16 MP selfie ।
এখনও details তেমন ভাবে কিছু জানা যায়নি ।
।। তথ্যটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ।।👊👊
Informative
উত্তরমুছুন