OnePlus Nord কে কড়া টক্কর দিতে মাঠে নামল Google,হাতের নাগালে নিয়ে এল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্যামেরা যুক্ত ফোন Pixel 4a

         গুগল পিক্সেল ৪এ দু'মাস আগে গ্লোবাল লঞ্চ হলেও তা সবেমাত্র ভারতে আত্মপ্রকাশ করেছে এবং ফ্লিপকার্টের মাধ্যমে ১৬ ই অক্টোবর থেকে এর বিক্রি শুরু হবে।  পিক্সেল ৪এ জাস্ট ব্ল্যাক রঙে আসে এবং এর দাম ৩১,৯৯৯ , তবে এটি সীমিত সময়ের জন্য ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস উপলক্ষে ২৯,৯৯৯ এ পাওয়া যাবে যা একটি খুব ভালো দাম এর মানতেই হবে ।




        পিক্সেল ৪এ তে রয়েছে ৫.৮১" ইঞ্চের এক ফুলএইচডি + ওএলইডি ডিসপ্লে যার পিক ব্রাইটনেস ৪৪৩ পিপিআই এবং এটি এইচডিআর ও সাপোর্ট করে ।  ৮ (এফ ২.০) এমপি ৮৪⁰ ফিল্ড অফ ভিউ যুক্ত সেলফি ক্যামেরার জন্য উপরের-বাম কোণে একটি পাঞ্চ হোল রয়েছে ।

        পিছনে একটি মাত্রই ১২.২ (এফ১.৭) এমপি ক্যামেরা আছে যা অতির থেকেও আরও ভালো ছবি তুলতে দক্ষ । আর আছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

        এটির মাত্রা ১৪৪ x ৬৯.৪ x ৮.২ মিমি এবং এর ওজন ১৪৩ গ্রাম ।

        সেল্ফির মাধ্যমে ১০৮০পি ৭২০পি ৪৮০পি ৩০ এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় ।

       এর পিছনের ১২.২ এমপির ক্যামেরাটি ডুয়াল অটো ফোকাস যুক্ত এবং সর্বোচ্চ ৪কে ৩০ এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম । এটিতে ওআইএস ও রয়েছে এবং এর ফিল্ড অফ ভিউ ৭৭⁰ ।

       এর পিছনটি পলিকার্বনেটের এবং সামনে রয়েছে গোরিলা গ্লাস ৩ এর সুরক্ষা ।



        গুগুলের সেই চির পরিচিত সিকিউরিটির জন্য এখানে বিশেষ ভাবে প্রসেসর এর সাথে টাইটান এম মডিউল যুক্ত করা হয়েছে ।
 
        পিক্সেল ৪এ স্ন্যাপড্রাগন ৭৩০-জি এসওসি চালিত, এটি পাবেন অ্যান্ড্রয়েড ১০ আউট অফ দ্য বক্স এবং ৬ জিবি এলপিডিডিআর ৪এক্স র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে । আপনি এখানে স্টোরেজ বাড়াতে পারবেন না । এখানে পাচ্ছেন সিঙ্গেল ন্যানো সিম ট্রে ।
 
অতিরিক্ত ফিচার্স বলতে এখানে পাবেন  এনএফসি , গুুুুগুল কাস্ট,ই-সিম,ব্যারোমিটার,৩.৫ মিমি হেডফোন জ্যাক,স্টিরিও স্পিকার,৩ টি মাইক্রোফোন,নয়েজ সাপ্রেসন ইত্যাাদি
          
        পুরো প্যাকেজটির জ্বালানী জোগাতে এখানে রয়েছে ৩,১৪০ এমএএইচ ব্যাটারি যেখানে বক্সের মধ্যেই পাবেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জার । 

         ফোনটি আপনার কেমন লাগল  অবশ্যই নীচে কমেন্ট করে জানাবেন  😀😀






👊👊।।  তথ্যটি ভালো লাগলে মন থেকে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে  উত্সাহিত করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......