মন কাড়া চোখ ধাঁধানো রঙ নিয়ে হাজির হল Vivo,লঞ্চ করল V20,শীঘ্রই আসছে V20 SE

          এককথায় একদম দুর্ধর্ষ রঙ নিয়ে লঞ্চ করে গেল ভিভো ভি ২০ । গত মাসে ঘোষিত হওয়া এই ফোন  আজ ভারতে আত্মপ্রকাশ করল দুটি স্টোরেজ কনফিগারেশনে- ৮/১২৮ জিবি ২৪,৯৯০ এবং ৮/২৫৬ জিবি ২৭,৯৯০ টাকায় ।



             এটির জন্য আজ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রি অর্ডার করতে পারবেন । ২০ অক্টোবর থেকে ভিভোর অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং স্থানীয় স্টোরগুলিতে পেয়ে যাবেন । এটির কালার ভেরিয়েন্ট গুলি হল মিডনাইট জাজ, মুনলাইট সোনাটা এবং সানসেট মেলোডি 

         ভিভো ভি ২০ তে রয়েছে ফুল এইচডি + রেজোলিউশনের ৬.৪৪" ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে (সুপার অ্যামোলেড নয় কিন্তু) , এতে বায়োমেট্রিক ফোন আনলকের জন্য ডিসপ্লের নীচে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে ।

          ফোনটির মাত্রা মিডনাইট জাজ এবং মুনলাইট সোনাটা এর ক্ষেত্রে ১৬১.৩০×৭৪.২০×৭.৩৮ মিমি,ওজন ১৭১ গ্রাম এবং সানসেট মেলোডির ক্ষেত্রে ১৬১.৩০×৭৪.২০×৭.৪৮ মিমি,ওজন ১৭২ গ্রাম । ফোনটির ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিসড গ্লাসের ।

         ফোনটিতে ট্রিপল কার্ড স্লট রয়েছে । ফোনটি ন্যাভিক সাপোর্ট করে ।

       ফোনটির সার ভ্যালু বা রেডিয়েশন মাত্রা হল ০.৮৯ - হেড এবং ০.৪৯ - বডি ।

           তাছাড়া বক্সের মধ্যে একটি হেডফোনও পাবেন ।

   এবার কিন্তু ভিভো খুব একটা খারাপ প্রসেসর দেয়নি,এটিকে চালানোর জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০-জি এবং ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ১১ চালিত ফানটাচ ওস ১১ তে ।
    
         ফোনটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে - একটি ৪৪ এমপির সেলফি শ্যুটার যেখানে রয়েছে ডিএসএলআর এর মতো আই অটোফোকাস, ৪কে ভিডিও রেকর্ডিং এর সুযোগ । পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যার একটি ৬৪ এমপির মেন, ২ এমপির মনোক্রোম এবং ৮ এমপির আল্ট্রাওয়াইড সেন্সর ।  মনোক্রোম ক্যামেরাটির সাহায্যে ২.৫ মিমি থেকে অবজেক্টগুলির ম্যাক্রো শট ক্যাপচার করতে পারবেন ।

          ফোনটিকে জ্বালানি দেওয়ার জন্য রয়েছে  ৪,০০০ এমএএইচ ব্যাটারি যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াটে ফাস্ট চার্জ হয় ।

        ভারতীয় বাজারের জন্য ভি ২০ ঘোষণা করার পাশাপাশি ভিভো ভি ২০ এসই ও ঘোষণা করেছে কিন্তু এর দাম এবং কবে লঞ্চ হবে তার বিবরণ প্রকাশ করে নি। তবে চীনা ফোন নির্মাতা নিশ্চিত করেছে যে ভি ২০ এসই গ্রেভিটি ব্ল্যাক এবং অ্যাকোমারাইন গ্রিন রঙে উপলব্ধ হবে । 







  👊👊 ।।  তথ্যটি ভালো লাগলে মন থেকে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন  ।। 👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হয়ে গেল Samsung Galaxy F41,যা অনেক সস্তা M31 এর থেকে

Xiaomi কে হারিয়ে আবার প্রথম স্থান দখল করে নিল Samsung,বাকিদের কী খবর ?

Geekbench এ দেখা মিলল Realme Q2 র,জানা গেল বেশ কিছু specifications