দেশের Micromax লঞ্চ করে দিল তাদের In Note 1 এবং In 1b, দাম জানলে এক্ষুণি কিনবেন : জেনে নিন সেই দুর্দান্ত ফিচার্স


           চলতি কথায় যাকে বলে ঘরের ছেলে ঘরে ফিরে এল। দীর্ঘ ৬ বছর পর আবার এক শক্ত-পোক্ত স্ট্রাটেজি নিয়ে ঘুরে দাঁড়াল মাইক্রোম্যাক্স। আমরা ভারতীয়দের সকলেরই অনেক দিনের আশা ছিল যে মোবাইল মার্কেটে ভারতের কোনো কোম্পানি উঠে আসুক কারণ চীনা কোম্পানিগুলির যে হারে সিকিউরিটি নিয়ে অভিযোগ আছে আর তারা এত নোংরা নোংরা বিজ্ঞাপন দেখায় যে আমরা তাতে পরিশ্রান্ত। যাইহোক আপনাকে মানতেই হবে এইসব অ্যাড ফ্রি,ব্লোটওয়্যার ফ্রি মোবাইল দিয়েও দাম এত কম রাখা যায়। আমি তো বলব খুব খুব সুন্দর কাজ করেছে মাইক্রোম্যাক্স টিম। শুনলে আপনাকেও মানতে হবে।
        তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি 
      
         মাইক্রোম্যাক্স ইন নোট ১
        
  
    ফিচার্সে ভরপুর এই ফোনে কিছুই বাদ দেয়নি কোম্পানিটি। 
ডিসপ্লের কথা বললে এখানে থাকছে ৬.৬৭" ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস এলসিডি ডিসপ্লে। থাকছে না কোনো নচ্,ডিসপ্লের ওপরে ঠিক মাঝখানে রয়েছে একটি পাঞ্চ-হোল।
       ডিসপ্লের অ্যাসপেক্ট রেটিও ২১:১ এবং পিক ব্রাইটনেস ৪৫০ নিটস। রেজোলিউশান ১০৮০×২৪০০ পিক্সেল। পাঞ্চ হোলের সাইজ ৪.৬ মিমি।

        এবার আসা যাক এর অন্যতম আকর্ষণ প্রসেসরের কথায়। থাকছে মিডিয়াটেকের জি-৮৫ পাওয়ারফুল চিপসেট। এটি একটি অক্টাকোর প্রসেসর যার সিপিউ ২.০ গিগাহার্জে ক্লকড। রয়েছে এআরএম জি-৫২ জিপিইউ যার জন্য আপনি ভালো গেমিং আশা করতে পারেন।

        

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লঞ্চ হল Huawei Mate 40,Mate 40 pro,Mate 40 pro plus,থাকছে 5nm এর প্রসেসর,অকল্পনীয় ক্যামেরা : খুঁটিনাটি সবকিছুই জেনে নিন

এবার টিভিও,জলের দরে OnePlus নিয়ে এল একগুচ্ছ টিভি : জেনে নিন সব ফিচার্স-দাম

কনফার্ম হল iPhone 12 series এর battery,শুনলে অবাক হয়ে যাবেন......