অপেক্ষায় আরও তিন মাস , সেপ্টেম্বর মাসে আসছে Samsung Galaxy M51

      এই লজ্জাজনক চীনা সৈনদের ভারতীয় জওয়ানদের ওপর মারমুখী আক্রমণের পর আপনি যদি একটি নন-চাইনিজ মোবাইল ব্র্যান্ড খুঁজছেন তাহলে আপনার কাছে সেরা বিকল্প হল  স্যামসাং । স্যামসাং এর ফোনগুলির দাম একটু বেশি হলেও এতে আপনি অনেকগুন ভালো কোয়ালিটি পাবেন । তবে ফোনগুলিকে আর একটু কম দামে পেতে আপনার জন্য নিয়ে এসেছে গ্যালাক্সি এম সিরিজ ।

      স্যামসাং এর এই গ্যালাক্সি এম সিরিজের ভক্তদের দুর্ভাগ্যক্রমে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এম ব্র্যান্ডিংয়ের সবচেয়ে শক্তিশালী ডিভাইস গ্যালাক্সি এম ৫১ এর জন্য ।  ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি উঠে আসে। এই করোনা আবহে  স্যামসাং এর কারখানায় উত্পাদন সংক্রান্ত সমস্যার কারণে দেশে লঞ্চটি সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত করা হয়েছে।

                       Source : OnLeaks

          এই এম ৫১ , সেপ্টেম্বরের আগে অন্য কোথাও খুব সম্ভবত লঞ্চ হবে না , কারণ এম সিরিজের ফোনগুলি সাধারণত ভারতের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় এবং প্রথমে এখানেই লঞ্চ হয় ।

        বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৩০ - জি চিপসেট , ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ, ৬৪ এমপি মেন রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১০ এর পাশাপাশি ওয়ান ইউআই ২.০ থাকবে বলে আশা করা হচ্ছে ।  ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এটির সম্ভবত একটি সুপার অ্যামোলেড স্ক্রিনেতে আসার সম্ভাবনা রয়েছে।

Telegram এ নিয়মিত update পেতে এখানে click করুন please

  ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একটা  কমেন্ট  করুন  এবং  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হয়ে গেল Samsung Galaxy F41,যা অনেক সস্তা M31 এর থেকে

Xiaomi কে হারিয়ে আবার প্রথম স্থান দখল করে নিল Samsung,বাকিদের কী খবর ?

Geekbench এ দেখা মিলল Realme Q2 র,জানা গেল বেশ কিছু specifications